২ কেজি চালের দাম দিয়ে কিনতে হচ্ছে এক কেজি বেগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

রাজধানীর বাজারে দুই কেজি মোটা চালের দামে কিনতে হচ্ছে এক কেজি বেগুন। শুধু বেগুন নয়, বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার ওপরে। চড়া দামের জন্য বৈরী আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। 

ছুটির দিনে রাজধানীর সব বাজারেই ক্রেতাদের ভিড়। তবে, অস্বস্তি বাড়াচ্ছে সবজির দাম।

বাজারে প্রতি কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে ৮০ টাকা ১৫০ টাকা পর্যন্ত। অথচ ভালো মানের এক কেজি মোটা চালের দাম ৬২ টাকা। করলা, পটল, কাকরোলের কেজি ৮০ থেকে ১০০ টাকা। প্রতিটি লাউ ১০০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। খরচ কমাতে বাধ্য হয়েই  প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন অনেকেই। 

কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাড়তি দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ৭৫ টাকা। আমদানির খবরে দাম আরও কমবে বলে জানান, বিক্রেতারা। বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে।

প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা।

এদিকে, সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজি ও ডিমের দাম। কিছুটা কমেছে সোনালি ও ব্রয়লার মুরগির দাম।

চট্টগ্রামে গেলো এক সপ্তাহে কেজিতে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কেজিতে ২০ টাকা কমেছে সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। আর ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগী। 

রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ, বেগুন ও  ডিমের দাম। বাড়তি সবজির দামও। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। ডজনে ৬ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। 

রাজবাড়ীতে সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম ওঠানামা করছে। বরিশালের বাজারে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

বিষয়:

বাজার
এলাকার খবর

সম্পর্কিত