রাজধানীর বাজারে পেঁয়াজ, আদা ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় হঠাৎ বেড়ে গেছে। পেঁয়াজের কেজি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে, যা আগের ৫৫ থেকে ৬০ টাকার থেকে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেশি। ডিম ও আদাসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম এখনো স্থিতিশীল রয়েছে, যা কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে আদা-রসুনের দাম ছিল প্রায় ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। বর্তমানে আদার দাম কেজিতে ৫০ টাকা বাড়ে, যা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকায়। রসুনের দাম এখন ২২০ টাকা কেজি প্রতি।
সবজির বাজারেও গত সপ্তাহ থেকে দাম বেড়েছে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। করলা, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়সের দাম ৮০ থেকে ১২০ টাকা এবং বেগুনের দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। এছাড়া টমেটো ও কাঁচামরিচের দামও বৃদ্ধি পেয়েছে। টমেটোর কেজি দাম ১৪০ থেকে ১৫০ টাকা এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়।
ডিমের দামে গত কয়েক দিনে ডজন প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগির দাম ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি প্রতি রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে খাদ্যশস্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ। তারা জানান, কৃত্রিম সংকট তৈরি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।
দেশের বিভিন্ন এলাকায় যেমন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায়ও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামে ডিমের দাম ডজন প্রতি ১৫ টাকা বেড়ে বর্তমানে ১৪০ টাকা, আর সিলেটে সবজি ও মাংসের দামও বাড়ছে। খুলনায় তিন সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে সবজির দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ২০ টাকা বেড়েছে, যা ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখা যাচ্ছে।