বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার থেকে নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত ১০০ টাকার নোট বাজারে ছাড়া শুরু করেছে। মোট ১ হাজার ৫০০ কোটি টাকার এই নোট ধাপে ধাপে দেশের অর্থনীতিতে প্রবেশ করবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "বর্তমানে আমরা সীমিত পরিমাণে ১০০ টাকার নতুন নোট ছাড়ছি। পুরো পরিমাণ আসতে কিছুটা সময় লাগবে। আগামী মাসের মধ্যে ৫০০, ১০ ও ৫ টাকার নতুন নোটও বাজারে আসবে।"
নতুন নোটে একটি পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অন্য পাশে সুন্দরবনের ছবি সংযুক্ত রয়েছে। এছাড়া সব নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও উচ্চমান বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
নোটগুলো কোনো নির্দিষ্ট ব্যাংকের শাখায় সরাসরি দেওয়া হবে না, বরং যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় করবে তাদের মধ্যে সীমিত পরিমাণ বিতরণ করা হবে।