শাহরুখের নতুন ছবির অপেক্ষায় ভক্তরা। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এর মাধ্যমে শিগগিরই তাঁকে পর্দায় দেখা যাবে—এমন প্রত্যাশাই সবার। কিন্তু সেই প্রত্যাশায় ধাক্কা! বলিউড বাদশার প্রত্যাবর্তন আরও দীর্ঘতর হবে বলেই শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে’র এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির মুক্তি পিছিয়ে ২০২৭ সাল পর্যন্ত গড়াতে পারে।
সাম্প্রতিক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যের পর শাহরুখ খান লম্বা বিরতি নেবেন বলেই গুঞ্জন ছিল। কিন্তু কিং-এর ঘোষণার পর থেকেই ভক্তরা ছিল তুমুল উন্মাদনায়। এমনকি ২০২৫ সালের জুনে এই ছবির শুটিংও শুরু হয়েছিল। মুক্তির সম্ভাব্য তারিখ ছিল ২০২৬ সালের অক্টোবর। তবে হঠাৎই ছন্দপতন।
জানা যায়, শাহরুখের কাঁধে চোটের কারণে আপাতত ছবিটির শুটিং স্থগিত। যেহেতু এটি একটি অ্যাকশননির্ভর ছবি, তাই নির্মাতারা তাঁর সুস্থতা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শাহরুখকে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। ফলে ছবির মুক্তি পিছিয়ে যাওয়াই স্বাভাবিক।
প্রসঙ্গত, কিং সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে তাঁর কন্যা সুহানা খানকে। বাবা-মেয়ের যুগলবন্দি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি প্রমুখ। সব ঠিক থাকলে কিং মুক্তি পেতে পারে ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭-এর শুরুতে।