‘জিরো রিটার্ন’ দিলে হতে পারে ৫ বছরের কারাদণ্ড: এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, করদাতারা যদি আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য না দিয়ে সবকিছু শূন্য দেখান, তবে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের ‘জিরো রিটার্ন’ জমা দেওয়ার জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

রোববার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর রিটার্নে ভুল, মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

সংস্থাটি আরও জানায়, আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই। প্রতিটি করদাতাকে তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে।

প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর রিটার্ন জমা দেন, যেখানে সারা বছরের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করতে হয়।

বিষয়:

কর কারাগার
এলাকার খবর

সম্পর্কিত