সমুদ্রে গোসলে নামা ৩ চবি শিক্ষার্থীর একজনের মৃত্যু, নিখোঁজ দুজন

চট্টগ্রাম ব্যুরো
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

তিন বন্ধু মিলে কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমেছিলেন। তবে সুমদ্র উত্তাল থাকায় স্রোতে ভেসে যান তাঁরা। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে একজনের মরদেহ উদ্ধার করতে পারেন। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। আর নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন– অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাঁরা তিনজনই চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থীদের এক বন্ধু জানান, গতকাল সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান ৫ বন্ধু। তাঁরা সবাই চবির শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ৩ বন্ধু আজ সকালে সমুদ্রে নেমেছিলেন। সমুদ্র উত্তাল থাকায় স্রোতে ভেসে যান তাঁরা। পরে স্থানীয় জেলেরা সাবাবের মরদেহ উদ্ধার করেন। অরিত্র আর আসিফ এখনো নিখোঁজ।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু জানান, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে সৈকত এলাকায় লাইফ গার্ড সদস্যরা কাজ করছেন।

বিষয়:

নিহত মৃত্যু
এলাকার খবর

সম্পর্কিত