জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি নিয়ে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “উচ্চকক্ষে পিআর পদ্ধতির বিষয়ে আমরা একমত হয়েছি, তবে আমাদের দাবি হলো এটি নিম্নকক্ষেও প্রয়োগ করতে হবে। আমরা ৫৪ বছরের নির্বাচন ইতিহাস থেকে দেখেছি সঠিক ও ন্যায্য নির্বাচন কখনো হয়নি।”
পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রতিটি দলের nationwide পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বরাদ্দ দেওয়া হয়।
আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাহের বলেন, জামায়াত সবসময় নির্বাচনকে সমর্থন করে। নির্ধারিত তারিখে কোনো আপত্তি নেই। কারণ আমরা আগেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল হতে পারে।
তিনি আরও বলেন, গত তিন নির্বাচনের পরিস্থিতি থেকে দেখা গেছে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা বিদ্যমান। তাই সরকারের কাছে আমরা নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।
তাহের বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই। নির্বাচনের পূর্বশর্ত হলো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’। কমিশনার আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টিকে গুরুত্ব দেবেন।
তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার নির্বাচন সহ্য করবে না। এ ধরনের নির্বাচন হলে তারা রাস্তায় নামবে এবং কোনো দখলদারি নির্বাচন মেনে নেবে না।