গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। তারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
এতে উল্লেখ করা হয়েছে, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে প্রদত্ত ওই পদকগুলো বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদকপ্রাপ্তদের আর্থিক সুবিধা বন্ধ করা হবে এবং ইতোমধ্যে পদক সংক্রান্ত যেসব অর্থ গ্রহণ করেছেন, তা ফেরত দিতে হবে।