গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, উত্তরের সঙ্গে ঢাকা যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার  রাত প্রায় ৮:৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ত্রুটির কারণে ইঞ্জিনসহ দুই থেকে তিনটি কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান জানান, দুর্ঘটনার ফলে ওই জংশনের মাধ্যমে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও প্রভাবিত হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত