স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসা সেবা আধুনিকায়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা।
রোববার (১০ আগস্ট) সকাল থেকেই আন্দোলনকারীরা নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধ ঠেকাতে চেষ্টা করলেও ধাক্কাধাক্কির পর তারা সরে দাঁড়ায়। এরপর আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে মহাসড়ক দখল করে রাখেন।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাকর্মীদের নেতৃত্বে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ দিনের মধ্যে চতুর্থবার মহাসড়ক অবরোধ করা হলো। আগের তিন দিনও একইভাবে বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়ক বন্ধ ছিল।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা নীরব অবস্থান নিয়েছে। যান চলাচল বন্ধ থাকায় শত শত বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, আলোচনা চলছে এবং দ্রুত অবরোধ প্রত্যাহারের আশাবাদ ব্যক্ত করেন। তবে আন্দোলনকারীরা বলছেন, স্বাস্থ্য উপদেষ্টার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।