অন্তর্বর্তীকালীন সরকার দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ‘কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলার’ খবর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের অফিস—আপনারা জানেন, বাংলাদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ। তারা বিদেশে কী করছে, আমরা অবশ্যই মনিটর করছি। যদি এমন কিছু করা হয় যা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তা আমাদের নজরে রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তা জানাবো।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসন শেষ হয়। তখন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে আছেন। চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। জুলাইয়ে ঘোষণা দেওয়া হয়—‘গুম, খুন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধ’-এর বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে, বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কলকাতার উপনগরীতে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অফিস খুলেছে আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, নিয়মিত বৈঠক ও দেখা-সাক্ষাতের জন্য স্থানটি ব্যবহার করা হচ্ছে, যদিও এটি মূলত একটি বাণিজ্যিক অফিস এবং পূর্বের ভাড়াটিয়ার আসবাবপত্রই তারা ব্যবহার করছেন।