শিবগঞ্জে সরকারি হাটে অবৈধ দখল, ধুঁকছে পশু ব্যবসা

মো. সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ
 ছবি:
ছবি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিনোদপুর খাসের হাট এখন অবৈধ দখলের কবলে। সরকারি এই হাটের গরুর মাঠে গজিয়ে উঠেছে অন্তত ৫০টিরও বেশি অবৈধ দোকানপাট। এক সময় যেখানে প্রতিটি হাটে ৫০০ থেকে ৭০০টি গরু বেচাকেনা হতো, সেখানে এখন গরুর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৮০ থেকে ১০০-তে। হাটের প্রধান আয়ের উৎস পশু বেচাকেনা কার্যত অচল হয়ে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গরু রাখার মাঠ দখল করে বসেছে চা দোকান, মুদিখানা, খাবারের হোটেলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এতে শুধু পশু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ক্ষতির মুখে পড়েছেন হাট ইজারাদাররাও।

বাংলা ১৪৩২ সনের জন্য হাটটি ৩২ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নেন মো. রেদওয়ানুল বারী। তিনি জানান, লাভের আশায় ইজারা নিলেও বর্তমানে পুরো হাট দখল হয়ে যাওয়ায় পশু তোলার জায়গা নেই। "প্রশাসনকে একাধিকবার জানিয়েও কার্যকর কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না,"—বলেছেন তিনি।

পশু ব্যবসায়ী আবদুল খালেক বলেন, এক সময় এই হাট ছিল প্রাণবন্ত। এখন জায়গার অভাবে গরু তোলা যাচ্ছে না। বাধ্য হয়ে আমরা অন্য হাটের দিকে ঝুঁকছি।

স্থানীয় বাসিন্দা আবদুস শুভান বলেন, সরকারি জমিতে দোকান বসানো সম্পূর্ণ অবৈধ। অথচ দেখার কেউ নেই। এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

হাট পরিচালনাকারী আমিনুল ইসলাম জানান, গত বছর যেখানে লাখ লাখ টাকার রাজস্ব আসত, এখন তা অনেক কমে গেছে। এতে ইজারাদার ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, দখলদারদের একাধিকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তারা আবার ফিরে আসে। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই দ্রুত অভিযান চালানো হবে।

স্থানীয়রা বলছেন, এই হাট কেবল বাজার নয়, এটি এলাকার অর্থনীতির চালিকাশক্তি। এর রাজস্বেই চলে স্থানীয় উন্নয়নের অনেক খাত। তাই দখলদারদের উচ্ছেদ এখন সময়ের দাবি।

এলাকার খবর

সম্পর্কিত