ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে আগুন লাগার ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভবনের সিঁড়ির রেলিং ভেঙে পড়ে যায়।
আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে স্কুল ভবনের তৃতীয় তলায় প্রজেক্ট তৈরির কাজ চলছিল। এ সময় হঠাৎ করে ল্যাবের একটি মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গেলে বেশ কয়েকজন আহত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা দ্রুত স্কুল ও হাসপাতালে ছুটে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম বলেন, বিজ্ঞানের কাজ চলাকালীন মাল্টিপ্লাগে আগুন ধরে যায়। দ্রুতই তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে আতঙ্কে ছুটোছুটিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সামিউল হুদা জানান, সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪) ও ফারিয়া আক্তার (১৪) হাসপাতালে ভর্তি রয়েছে। রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মোট ২৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া হাসপাতালে ছুটে যান। জেলা প্রশাসক জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।