খুলনা মেডিকেল কলেজে কিট সংকট, বন্ধ করোনার পরীক্ষা

খুলনা প্রতিনিধি
 ছবি:
ছবি:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিট সংকটের কারণে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত পরীক্ষা কার্যক্রম চললেও এরপর থেকে নতুন কোনো নমুনা পরীক্ষা করা যায়নি।

গত মঙ্গলবার (১৭ জুন) খুলনায় সুমাইয়া ও তানিয়া নামে দুই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরদিন (১৮ জুন) ৬০ বছর বয়সী করুনা বেগমের করোনা ধরা পড়ে। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ জুন) মো. হারুন নামে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সকলেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ১৫ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে কেবল মো. হারুনের রিপোর্ট পজিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুমাইয়া আক্তার সুস্থ হয়ে ওঠায় তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। অন্যদিকে, করুনা বেগম এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, “গত সপ্তাহে ও গতকাল দুইবার স্বাস্থ্য অধিদপ্তরে কিট চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই কিট সরবরাহ হবে। কিট পেলেই আবার পরীক্ষার কাজ শুরু করা যাবে।”

তিনি আরও জানান, আপাতত করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের হাসপাতালে ভর্তি না হয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত