কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
 ছবি:
ছবি:

কক্সবাজারের রামু উপজেলার রশিননগর এলাকায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রামুর ভারুয়াখালী রেলক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম।

তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রেলক্রসিং অতিক্রমের সময় একটি যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক, এক শিশু ও তিনজন নারী। এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি।

দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঢাকা থেকে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ইসলামাবাদ স্টেশনে থামিয়ে দেয়। এদিকে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত