আজ ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি সংঘটিত করেন বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। বঙ্গবন্ধুর দুই কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় বেঁচে যান।
আওয়ামী লীগ সরকারের সময় এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দিবসটিতে সরকারি ছুটি বাতিল করে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগানো এবং ঐতিহাসিক স্মারক লুট করার ঘটনা ঘটেছিল।
১৯৭৫ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তাঁর পরিবারে সঙ্গী ছিলেন স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল ও তাঁর স্ত্রী সুলতানা কামাল, মেঝ ছেলে শেখ জামাল ও তাঁর স্ত্রী রোজী জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসের। এই হত্যাকাণ্ডে তাঁরা সবাই নিহত হন।
তদন্ত অনুযায়ী, সেই রাতে বঙ্গবন্ধুর বাড়ি ছাড়াও শেখ ফজলুল হক মণি ও আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা হয়। এতে নিহত হন শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আব্দুর রব সেরনিয়াবাত, তাঁর দুই সন্তান, নাতি, ভাতিজা, ভাগনে, তিনজন অতিথি এবং চারজন গৃহকর্মী।