স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কাজের ব্যস্ততায় প্রায়ই তার রাত শেষ হয় ভোরে। তখন বাসায় খাবার প্রস্তুত না থাকায় তিনি সাধারণত রাজধানীর তিনশ’ ফিট এলাকার নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খান। তবে ভোর বেশি হয়ে গেলে এবং নীলা মার্কেট বন্ধ থাকলে তিনি গুলশানের হোটেল ওয়েস্টিনে যান খাবারের জন্য।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এসময় তিনি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় নিজের নাম আসা প্রসঙ্গেও কথা বলেন।
চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, যেদিন তারা ওই বাসা থেকে টাকা নেন, সেদিন গুলশানে তার দেখা হয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে।
এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিনি ওই দিন ওই এলাকায় ছিলেন কি না, তা তার মনে নেই। সিসিটিভি ফুটেজে দেখা হেলমেট পরা ব্যক্তি তিনি কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, হেলমেট পরা কাউকে যদি আমাকে বলা হয়, সেটি কতটা বিশ্বাসযোগ্য?
উপদেষ্টা দৃঢ়ভাবে জানান, এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষায়, আমার মনে হয় না এখনও কেউ প্রমাণ দিতে পেরেছে যে আমি জড়িত। বরং অভিযোগ আছে, একজনকে রাজনৈতিক নেতার বাসায় জোর করে নেওয়া হয়েছে—যা পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এখন পর্যন্ত বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমার নাম যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টানা হচ্ছে, তা রাজনৈতিক।