বাংলাদেশকে ৫৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

 ছবি:
ছবি:

বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করতে ৫০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকার নীতিনির্ভর ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম—সাবপ্রোগ্রাম ওয়ান’ শীর্ষক এই কর্মসূচির আওতায় বাংলাদেশের ব্যাংক খাতে কাঠামোগত ও নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

 এডিবির আর্থিক খাতবিষয়ক প্রধান বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রধান চ্যালেঞ্জ হলো সম্পদের গুণগত মানের দুর্বলতা, তারল্য সংকট এবং আর্থিক মধ্যস্থতার সীমাবদ্ধতা। এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মান অনুযায়ী তদারকি ও জবাবদিহি প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য অর্থপ্রবাহ সহজ করবে।’

তিনি আরও বলেন, ‘আজও অনেক সাধারণ মানুষ এবং ক্ষুদ্র উদ্যোক্তা মূলধারার ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছেন। এই সংস্কার কর্মসূচি ব্যাংক খাতের মূলধন ভিত্তি জোরদার করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে।’

এডিবি মনে করছে, দেশের ব্যাংকিং খাতের দুর্বলতার ফলে এখনও বড় একটি জনগোষ্ঠী মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় ব্যাংকিং খাতে ডিজিটাল অবকাঠামোসহ সামগ্রিক সংস্কার দীর্ঘমেয়াদে সুলভ সুদে অর্থপ্রাপ্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করবে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত