শুল্ক হ্রাসে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

শুল্ক হ্রাস সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে চলমান তৃতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ঠিক কত শতাংশ শুল্ক কমবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে আলোচনার বাকি দুই দিনে এই বিষয়ে আরও স্পষ্ট ও ইতিবাচক খবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনায় বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং দুই সচিব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দেড় বিলিয়ন ডলারের পণ্য আমদানির প্রতিশ্রুতি দিতে পারে। পাশাপাশি পারস্পরিক বাণিজ্য জোরদারে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া, মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গম, তুলা ও সয়াবিন আমদানি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এলাকার খবর

সম্পর্কিত