বিক্রমপুর মডেল টাউনের আবাসিক মেলা শুরু

নাসরীন আঁখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
 ছবি:
ছবি:

 আবাসন খাতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে শুরু হয়েছে বিক্রমপুর মডেল টাউনের আবাসিক মেলা। রাজধানীর মতিঝিলে আজ মঙ্গলবার (২৯ জুলাই) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা চলবে আগামী ৩১ জুলাই (বুধবার) পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান বিক্রমপুর মডেল টাউন জানিয়েছে, মেলায় গ্রাহকেরা প্রতি কাঠা মাত্র ৩ হাজার ৮৩৩ টাকা মাসিক কিস্তিতে জমি ক্রয়ের সুযোগ পাচ্ছেন। সহজ শর্তে জমির মালিক হওয়ার পাশাপাশি বুকিং দিলে মিলছে আকর্ষণীয় উপহার—যার মধ্যে রয়েছে দামী হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন সামগ্রী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণ করতেই এই বিশেষ অফারের আয়োজন। মেলায় আসা আগ্রহী ক্রেতারা সরাসরি জমির প্ল্যান, লোকেশন, কিস্তি পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য জেনে বুকিং দিতে পারছেন।

মতিঝিল এলাকায় অনুষ্ঠিতব্য এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত