জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জুলাই মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

ঘোষণা অনুযায়ী, জুলাইয়েও প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, পেট্রল ১১৮ টাকায় এবং অকটেন ১২২ টাকায়।

এর আগে, জুন মাসে জ্বালানি তেলের দামে আংশিক পরিবর্তন আনা হয়। তখন ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রলের দাম ১২১ টাকা থেকে ১১৮ টাকা এবং অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছিল, যা জুলাই মাসেও বহাল থাকছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও দেশীয় বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত