ঢাকার মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে রমনা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
হাসপাতালের এক কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন—শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে টানা দুই দিন গাড়িটি বের না হওয়ায় আজ নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। গাড়ির কাছে গিয়ে ভেতরে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।