ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংসদ রয়েছেন। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের ‘আঁতাত’ এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তারা বিক্ষোভ করছিলেন।
সংসদ ভবনের বাইরে থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, রাজনীতিবিদ ও দলীয় কর্মীদের একটি ছোট দল হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে। পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের বাধা দেয় এবং পরে কয়েকজনকে আটক করে।
এর আগে কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নির্বাচন কমিশনের কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করে। তবে সংসদ ভবনের চারপাশের সড়কগুলো পুলিশ ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়।
বিরোধী দলগুলোর অভিযোগ—ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নির্বাচন কমিশনের মধ্যে গোপন সমঝোতার মাধ্যমে ভোটার তালিকা কারচুপি ও ভোট জালিয়াতি করা হচ্ছে, আর তারই প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে।