ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। গত ২০ জুন থেকে বৃষ্টিজনিত কারণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জন। এখনো নিখোঁজ ৩৭ জন। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে প্রদেশটিতে মেঘভাঙ্গা, আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় ৭ শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ১৭৮টি পানির সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৬২টি সড়ক বন্ধ রয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা। অতিবৃষ্টি বন্যা ও ভূমিধসে সেখানে ২২০টি সড়ক বন্ধ রয়েছে। কুল্লু জেলাতেও ৯১টি সড়ক বন্ধ রয়েছে।
প্রবল বৃষ্টির কারণে রোববার শিমলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। শহরটিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে।