মিরপুরের পরিচিত কন্ডিশনে যেন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ঘরের মাঠে যেন সেই অপমানের জবাব দিচ্ছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতেই লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন ফখর জামান, ৪৬ রান করে রানআউট হন তিনি। বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান, ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। তাসকিন আহমেদ নেন সর্বোচ্চ ৩টি উইকেট। মেহেদি হাসান ও তানজিম সাকিব নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতে হোঁচট খায়। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে টাইগাররা। তবে পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়ের ৭৩ রানের জুটি দলের ভিত্তি গড়ে দেয়। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন তুলে নেন ফিফটি, ৩৯ বলে অপরাজিত ৫৬ রানে ম্যাচ শেষ করে আসেন। জাকের আলী ১৫ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।