বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বাল্যবন্ধুকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তাসকিন শারীরিকভাবে বন্ধুর গায়ে হাত তুলেছেন। এ ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাসকিন নিজেই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন, অভিযোগ মিথ্যা এবং তিনি এই ঘটনায় জড়িত নন।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, আমরা বিষয়টি মিডিয়াতে দেখেছি। দোষী প্রমাণিত হওয়ার আগে তাসকিনকে নিয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তাসকিন নিজে জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভুল তথ্যের ওপর ভিত্তি করে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলেও জানান তিনি। মিঠু বলেন, যেহেতু ঘটনাটি ক্রিকেট বোর্ডের বাইরের, তাই পুলিশই তদন্ত করবে এবং জানাবে ঘটনার সত্যতা। আমরা এখন পুলিশের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করব।
তাসকিন আহমেদের মতো জাতীয় দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটারকে ঘিরে এমন অভিযোগ উঠায় বিষয়টি নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিকেট অঙ্গন।