বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি — এই পরিচয়ই হতে হবে সকলের পরিচয়।
শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভক্ত করার প্রবণতা দেখা গেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনৈতিক বাণিজ্য হয়েছে, যার ফলে জাতীয় ঐক্যে ভাঙন ধরেছে। তবে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও দেশের প্রায় সব মানুষ মানসিকভাবে স্বাধীনতার পক্ষে ছিল এবং আজ পর্যন্ত কেউ প্রকাশ্যে স্বাধীনতাকে অস্বীকার করার সাহস দেখায়নি।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অনেক আগে থেকেই এখানে আন্তর্জাতিক পরিকল্পনা চালু রয়েছে। আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশকে ঘিরে বৈশ্বিক কিছু শক্তির আলাদা পরিকল্পনা আছে। সাম্প্রতিক কুকিচিন ঘটনার দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, এর পেছনে আড়ালের শক্তিগুলো কাজ করছে।
তিনি আরও বলেন, আমাদের সব ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও আধা উপজাতি—সবার পরিচয় হতে হবে বাংলাদেশি। ঐক্যবদ্ধ জাতি গঠন ছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্ভব নয়।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী। সভাপতিত্ব করেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান। বক্তব্য দেন বিএনপির প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানসহ একাধিক রাজনৈতিক ও শিক্ষাবিদ।