মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় আরও দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

আজ রোববার লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে এ ঘটনায় শনিবার গ্রেপ্তার টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে দেয় আদালত। আর আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।‘

পরে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

বিষয়:

ঢাকা হত্যা
এলাকার খবর

সম্পর্কিত