পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বাড়ছে

মো. সারোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ
 ছবি:
ছবি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার, মহানন্দার ১৫ সেন্টিমিটার এবং পুনর্ভবার ২২ সেন্টিমিটার। যদিও তিনটি নদীর পানিই এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের পানির সমতল প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে পানির স্তর ছিল ২০.৫১ মিটার। পরদিন বুধবার (৬ আগস্ট) একই সময় তা বেড়ে দাঁড়ায় ২০.৭৪ মিটারে।

একইভাবে, মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে মঙ্গলবার সকাল ৯টায় পানির স্তর ছিল ১৮.৫৭ মিটার, যা বুধবার সকাল ৯টায় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৮.৭২ মিটারে।

অন্যদিকে, রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর পানির স্তর মঙ্গলবার ছিল ১৮.৫৫ মিটার, যা বুধবার সকাল ৯টায় বেড়ে ১৮.৭৭ মিটারে পৌঁছেছে।

উল্লেখ্য, পদ্মা নদীর বিপৎসীমা ২২.০৫ মিটার, মহানন্দার ২০.৫৫ মিটার এবং পুনর্ভবার ২১.৫৫ মিটার।

এলাকার খবর

সম্পর্কিত