গোপালগঞ্জে সংঘর্ষ, জেলায় ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ প্রতিনিধি
 ছবি:
ছবি:

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার জেরে পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে জেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার দুপুর আড়াইটার দিকে চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে একযোগে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা। দুই দিক থেকে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে শুরু হওয়া হামলা এখনো দফায় দফায় চলমান রয়েছে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টারত।

সংঘর্ষের শুরুতেই সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তারা ডিসি অফিসমুখী হয়, তবে দেড় ঘণ্টা পর আবারও ঘটনাস্থলে ফিরে আসে এবং হামলাকারীদের প্রতিরোধে প্রস্তুতি নেয়।

ঘটনাস্থলে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে। তবে মাঝেমধ্যে পুলিশ সদস্যদেরও পিছু হটতে দেখা গেছে। সংঘর্ষে অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত