গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে এসব মরদেহ উত্তোলন করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে সুরতহাল ও ময়নাতদন্তের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এরপর বিচারিক হাকিম রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, নিহত দীপ্ত সাহার দাফন সম্পন্ন হয়েছে এবং রমজান মুন্সীর ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়।