গোপালগঞ্জে এনসিপি'র 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
এনসিপি'র নেতা কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এনসিপি'র ওপর হামলা করেছে এবং পুলিশের সামনে বসেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু পুলিশ কোনও বাধা দেয়নি।
আজ দুপুর দেড়টার দিকে গোপালগঞ্চের পৌরপার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয়।
সমাবেশ স্থলে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপি'র নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। সেসময় সেখানে ককটেলও বিস্ফোরণ হয়েছে।
হামলার সময় পুলিশের ভূমিকা ছিল অনেকটা নিষ্ক্রিয়, জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
তবে এনসিপির নেতাকর্মীরা পরে ওই হামলাকে প্রতিহত করে এবং মঞ্চ দখলে নেয়। এখন সমেবেশ স্থল "আবু সাঈদ, মুগ্ধ; শেষ হয়নি যুদ্ধ", "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", "ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন", "আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন" – এর মতো স্লোগানে মুখরিত হচ্ছে।
এছাড়া, এনসিপি'র কেন্দ্রীয় নেতারাও সেখানে ইতোমধ্যে পৌঁছে গেছেন।