গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
 ছবি:
ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও এম রকিবুল হাসান। তিনি জানান, এনসিপির মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি কর্মসূচি ছিল, যেখানে কেন্দ্রীয় নেতারাও অংশ নেওয়ার কথা ছিল।

ইউএনও আরও জানান, সেই কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তিনি এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেন।

এর আগে, একই দিন সকালে গোপালগঞ্জে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে, যেখানে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

এলাকার খবর

সম্পর্কিত