সোহরাওয়ার্দীর সমাবেশে বক্তব্যের মাঝে অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় দুইবার তিনি মঞ্চে পড়ে যান। তীব্র গরমে তিনি অসুস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতা-কর্মীরা এতে যোগ দেন। সমাবেশে সভাপতির বক্তব্য দিতে মঞ্চে ওঠেন জামায়াত আমির। 

ডা. শফিকুর বলেন, ‘জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? প্রথম প্রমাণ হচ্ছে…’, এ কথা বলেই তিনি মঞ্চে পড়ে যান। পরে নেতা-কর্মীরা দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। 

এ সময় মঞ্চ থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনারা অবস্থান করুন যে যার জায়গায়।’ 

এর কিছুক্ষণের মধ্যেই জামায়াত আমির উঠে দাঁড়ান এবং পুনরায় বক্তব্য শুরু করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাকে ধরে ছিলেন। পুনরায় বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও ঢলে পড়েন।  

এ সময় মঞ্চ থেকে বলা হয়, ‘আমিরে জামায়াত গরমের কারণে একটু অসুস্থ হয়েছেন। ডাক্তাররা বলছেন, ওনার বক্তব্য দেওয়া ঠিক হবে না।’ 

এ ঘোষণা শেষ হতে না হতেই দেখা যায়, নেতা-কর্মীরা বক্তব্য দেওয়ার ডায়াস সরিয়ে নিচ্ছেন। এ সময় আবারও জামায়াত আমিরকে বক্তব্য দিতে শোনা যায়। তবে এবার তিনি মঞ্চে বসে কথা শুরু করেন। বাকি বক্তব্য তিনি বসেই দেন।

এলাকার খবর

সম্পর্কিত