সাগরপাড়ে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

‘ঘুরতে যাওয়া অপরাধ নয়’—এমন মন্তব্য করে দলের শোকজ নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গত ৫ আগস্ট, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের জেরে তাকে ও দলের কয়েকজন নেতাকে শোকজ করে এনসিপি। গুঞ্জন ওঠে, তারা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন। যদিও তখন পিটার হাস ছিলেন যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে শোকজের জবাবের একটি কপি প্রকাশ করেন নাসীরুদ্দীন। তিনি লেখেন, সফরের বিষয়ে তিনি দলের নেতৃত্বকে আগেই অবহিত করেছিলেন এবং কোনো সাংগঠনিক দায়িত্ব না থাকায় ব্যক্তিগতভাবে ঘুরতে যান।

তবে এই ভ্রমণের উদ্দেশ্য ছিল একান্তে রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবা। নাসীরুদ্দীনের ভাষায়, “সাগরের পাড়ে বসে আমি ভাবতে চেয়েছি গণঅভ্যুত্থান, নাগরিক পার্টির কাঠামো ও একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে।”

তিনি আরও বলেন, সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং কেবল ব্যক্তিগত মানসিক চর্চার অংশ। গুজব ও অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি এটিকে “পরিকল্পিত ষড়যন্ত্র” বলে আখ্যা দেন।

জবাবের শেষে তিনি লেখেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, জন্ম নিতে পারে সাগরের পাড়েও।”

এলাকার খবর

সম্পর্কিত