শাপলা প্রতীক বরাদ্দ না পেলে রাজপথে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই। যদি কোনো বাধা তৈরি করা হয়, তাহলে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা হবে।"
নাসীরুদ্দীন পাটোয়ারী আরও জানান, শাপলাকে নির্বাচনী তফসিলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি।
বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ মোট পাঁচজন নেতা।
নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, “ইসির ভেতরে কেউ কেউ ব্যক্তিগত পক্ষপাতিত্ব করে কাজ করছেন, অনেক সময় তারা দলের মুখপাত্রের মতো আচরণ করছেন। এটি গ্রহণযোগ্য নয়। কমিশনের পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।”
এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার পরও নৌকা প্রতীক তালিকায় রয়েছে। এটি সংবিধান পরিপন্থী। আমরা নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, “শাপলা জাতীয় প্রতীক নয়— এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমত বিভ্রান্ত করা হচ্ছে। শাপলা প্রতীক নিয়ে ভুল ব্যাখ্যার অবসান হওয়া উচিত।”
এনসিপি নেতারা জানান, নির্বাচন কমিশনের তফসিল থেকে শাপলা বাদ দেওয়ার পর তারাই সর্বপ্রথম এই প্রতীক ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে।