রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

রংপুর ব্যুরো
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ পথসভা থেকে এ ঘোষণা দেন নাহিদ।

এসময় নাহিদ বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছায়। এসময় দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ‘ভূমিপুত্র’ হিসেবে পরিচয় করিয়ে দেন।

এসময় সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। পরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে একটি গণমিছিল নিয়ে শাপলা চত্বর হয়ে টাউন হল দিয়ে মেডিকেল মোড়ে গিয়ে পথসভা করেন। এরপর পদযাত্রাটি রংপুরের কাউনিয়া এসে পথসভায় মিলিত হয়।

এলাকার খবর

সম্পর্কিত