মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া এক ভাঙারি ব্যবসায়ীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।
শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মগবাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মগবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।
সমাবেশে সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, "আওয়ামী লীগের পরে দেশে আরেকটি রাজনৈতিক দল নিজেদের ক্ষমতাসীন মনে করছে। তারা খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে জনগণকে দমন করতে চাইছে।"
তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের কোনো স্থান নেই। ২০২৪ সালের বাংলাদেশে এ জাতি কোনো ফ্যাসিস্ট শক্তিকে মেনে নেবে না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার সময় এখনই।
রেজাউল করিম আগামী ১৯ জুলাই জামায়াত ঘোষিত গণসমাবেশ সফল করার আহ্বান জানান।