ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

ঢাকা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা সৈয়দ জয়নুল আবেদীন সম্প্রতি প্রশাসনিক ওয়ার্ড ৫২-এর বিভিন্ন এলাকায় এক বিস্তৃত গণসংযোগ কর্মসূচি সম্পন্ন করেছেন। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ, যেখানে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

গণসংযোগে সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম, কদমতলী উত্তর থানার আমির আব্দুর রহিম জীবন,  কদমতলী মধ্য থানার আমির মহিউদ্দিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দেশের পরিবর্তনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই। আমাদের এমন একজন প্রতিনিধি প্রয়োজন, যিনি সমাজ থেকে অত্যাচার, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি পরিবেশ তৈরি করবেন।

এই গণসংযোগ ও সংক্ষিপ্ত সমাবেশ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সৈয়দ জয়নুল আবেদীনের বক্তব্য ও প্রতিশ্রুতি শুনে তার প্রতি সমর্থন জানান এবং আগামী নির্বাচনে তাকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এলাকার খবর

সম্পর্কিত