জাপার নতুন মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলের নতুন মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-কে নিয়োগ দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন অভিজ্ঞ রাজনীতিক, আইনজীবী ও শিক্ষাবিদ। তিনি ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। ইনস অব কোর্ট-এর বারিস্টার হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন।  

শামীম হায়দার পাটোয়ারী বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। মানবাধিকার, গণমাধ্যমনীতি এবং বিচারব্যবস্থা নিয়ে সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি তিনি একাধিক বইয়ের লেখক এবং টেলিভিশন আলোচনায় একজন পরিচিত মুখ।

জাতীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা, বুদ্ধিবৃত্তিক উপস্থাপনা এবং সংগঠন পরিচালনায় দক্ষতা বিবেচনায় দলীয় চেয়ারম্যান তাঁকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

এলাকার খবর

সম্পর্কিত