জাতীয় সমাবেশ সফল করতে শ্যামপুরে জামায়াতের বিশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার জুমার নামাজের পর দলটির শ্যামপুর  দক্ষিণ থানার উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি জুরাইন মাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক, শ্যামপুর মডেল থানা এবং পোস্তগোলা সেনানিবাস চৌরাস্তা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন হাজারো জনতা।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদীন। আরও উপস্থিত ছিলেন থানা আমীর মুহতারাম মোঃ কামরুল, থানা সেক্রেটারি জনাব মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সামসুদ্দিন, থানার কর্মপরিষদ সদস্য শায়খ আব্দুল জাব্বার জাহাঙ্গীর ও জনাব মোঃ আজহারুল ইসলাম, ওয়ার্ড সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, “এই আন্দোলন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” নেতারা শান্তিপূর্ণভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এলাকার খবর

সম্পর্কিত