জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের ৯ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। তারা বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় ঢাকা ত্যাগ করবেন।
দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দুপুর সোয়া একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিনিধি দলটিকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়ান ইয়েন।