জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের কথা বলতে চায়, জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন এই রাজনৈতিক দল অন্যায়ের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।
আজ শুক্রবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন করে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়ব ইনসাফের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে সেই লক্ষ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে সকল তরুণেরা নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই পার্টি আপনাদের সাথে নিয়ে জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে-জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।’
সারজিস আলমকে এলাকার গর্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘তিনি শুধু আটোয়ারীর নয়, তিনি এখন সারা বাংলাদেশের। সারা বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলছেন, লড়াই করছেন, তাকে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে।’