বছর দুয়েক আগে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের অভিনয়ে নিয়মিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সাম্প্রতিক সময়ে তাঁকে বেশকিছু টিভি নাটক ছাড়াও ওটিটির কাজেও দেখা গেছে। স্বল্প সময়ের উপস্থিতিতে নজর কেড়েছেন ‘বাজি’ নামের একটি ওয়েব সিরিজে। তবে দর্শকের মতে, তাঁর ক্যারিয়ারে বিশেষ এক মাইলফলক ছিল শিহাব শাহীন নির্মিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’। বাংলাদেশে ওটিটি যুগের শুরুর দিকে বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সেই সিরিজে তিশার অভিনয় ছিল অনবদ্য। একই নির্মাতার আরও একটি ওয়েব সিরিজে কাজের সুযোগ এসেছিল তাঁর হাতে, কিন্তু পারিবারিক কারণে কাজটি আর করা হয়নি।
সেই সিরিজটির নাম ‘সিন্ডিকেট’। যেখানে দুর্দান্ত অভিনয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেতা আফরান নিশো। ক্রাইম-থ্রিলারধর্মী এ সিরিজে ‘জিশা’র ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিও। মুক্তির পরই সিরিজটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তারই ধারবাহিকতায় এসেছে আরও দুটি সিরিজ—‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘অ্যালেন স্বপন ২’।
তাসনুভা তিশা জানান, জিশা চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। সিরিজটির চিত্রনাট্যও খুব ভালো লেগেছিল। তার ওপর পছন্দের নির্মাতা শিহাব শাহীনের সিরিজ! কিন্তু সেই সময় অভিনেত্রীর বিয়ে নিয়ে পারিবারিকভাবে আলাপ-আলোচনা চলছিল, এ ছাড়াও ছিল নানা ব্যস্ততা! যে কারণে অবশেষে কাজটি তাঁকে ছেড়ে দিতে হয়, যা এই সময়ে এসে ‘ভুল সিদ্ধান্ত’ বলেই মনে করেন তিনি।
এই অভিনেত্রী বলেন, ‘‘শিহাব ভাই আমার খুবই প্রিয় একজন নির্মাতা। যখন সিন্ডিকেট’র জন্য প্রস্তাব পেয়েছিলাম, তখন পারিবারিক কারণে সেটি ছেড়ে দিই। সিরিজটির শুটিং হয়েছে ২০২২ সালে। তখন আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে চরিত্রটি ভালো লাগলেও কাজটি করা হয়ে উঠেনি। এখন এসে তা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আমার মনে হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আগস্ট-১৪’র পর আরও কিছু ওয়েব ফিল্ম বা সিরিজে কাজ করেছি। কিন্তু সবাই আমার প্রথম সিরিজটির কথাই বেশি বলেন।’’
প্রসঙ্গত, আগস্ট-১৪ ছাড়াও তাসনুভা তিশা কাজ করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দৌড়’, ‘বাজি’, ‘সেকশন ৩০২’, ‘অরা’ প্রভৃতি ওয়েব কনটেন্টে। সাম্প্রতিক সময়েও বেশ কিছু ওটিটির কাজ ও সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ‘চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্ম বা সিরিজের প্রস্তাব নিয়মিতই পাচ্ছি। কিন্তু এখন আমি চলচ্চিত্রে যেতে চাচ্ছি না। তবে হ্যাঁ, ওয়েব ফিল্ম বা সিরিজে যদি চ্যালেঞ্জিং কোনো চরিত্র পাই, তবে কাজ করব।’
‘মাদার অব ড্রাগন’ রূপে আসছেন সাদিয়া‘মাদার অব ড্রাগন’ রূপে আসছেন সাদিয়া
তিশা জানান, বর্তমানে নাটকে তিনি বরাবরের মতো বেছে বেছে কাজ করছেন। চলতি মাসের শেষদিকে একটি নাটকের শুটিং রয়েছে।
অন্যদিকে, পরিবার নিয়েও রয়েছে ব্যস্ততা। তিন ছেলে-মেয়ে ঐশী, আনুশ ও আমিরা মেহউইশকে নিয়েই তাঁর সব ভাবনা। মাতৃত্বজীবন বেশ উপভোগ করছেন বলে জানালেন তিনি।