দেশের অর্থনীতি এখন পিক-আপে: উপদেষ্টা ফাওজুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের অর্থনীতি এখন পিক-আপে রয়েছে। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের যে রিপোর্টে দেশের অর্থনীতির মন্দা ও ব্যাংক খাতের অস্থিরতার কথা বলা হয়েছে, তা ছয় মাস আগের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। বাস্তবে বর্তমানে মুদ্রাস্ফীতি ও ডলারের দাম কমেছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি ইতিবাচক গতিতে এগোচ্ছে।

আজ রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) বিষয়ে ফাওজুল কবির খান বলেন, এনবিআর-এর দুই বিভাগ করার বিষয়ে এখন আর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আপত্তি নেই। তবে সমস্যার মূল কারণ প্রশাসন ক্যাডারের সঙ্গে চলমান দ্বন্দ্ব। এনবিআর অধ্যাদেশে কিছু গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায়ে যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এসব ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফাওজুল কবির খান জানান, এনবিআরের রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগে শুধুমাত্র ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা থাকবেন—এই দাবি অবাস্তব। প্রশাসন ক্যাডারকেও একচ্ছত্র প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হবে। সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগেও নীতিমালার আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারলে তা সংশোধন করি। সেটাই আমাদের শক্তি।

এনবিআরের বর্তমান নাম নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, এই নামটি শুনে সবাই হাসে, কেন হাসে তা আপনারা ভালো করেই জানেন। তাই ভবিষ্যতে এনবিআর-এর নাম আর থাকবে না।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কেও তিনি বলেন, সরকারের কোনো চাপ ছাড়াই দুদক ব্যবস্থা গ্রহণ করছে। যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দুদকের মুখোমুখি হতে হবে। দুদক দায়মুক্তি দেওয়ার প্রতিষ্ঠান নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপ বিষয়ে দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান ফাওজুল কবির খান।

এলাকার খবর

সম্পর্কিত