নির্বাচনে ভোটের বিষয়ে অনিশ্চয়তায় ৪৮ শতাংশ মানুষ: জরিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন তা এখনো সিদ্ধান্ত নেননি দেশের ৪৮ শতাংশের বেশি মানুষ। এছাড়া, ১৪.৪ শতাংশ মানুষ ভোট দেওয়া বিষয়ে তাদের পছন্দ প্রকাশ করতে চাননি। ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর এক সাম্প্রতিক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, যারা ভোটের সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে ১২ শতাংশ বিএনপি, ১০.৪ শতাংশ জামায়াতে ইসলামী, ৭.৩ শতাংশ আওয়ামী লীগ এবং ২.৮ শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। আগের বছরের অক্টোবর মাসে এই সংখ্যাগুলো ছিল যথাক্রমে ১৬.৩%, ১১.৩%, ৭% ও ২%। অর্থাৎ বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে, এনসিপির ভোট বেড়েছে সামান্য।

জরিপে বয়সভিত্তিক ভোটের প্রবণতাও বিশ্লেষণ করা হয়েছে। ২৭ বছরের নিচের ভোটারদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বিএনপির তুলনায় বেশি, যেখানে যথাক্রমে ১২% ও ৯% ভোটার তাদের পছন্দ জানিয়েছেন। ২৮ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের সমান জনপ্রিয়তা রয়েছে (১১% করে)। তবে ৫০ বছরের ঊর্ধ্বে বিএনপির সমর্থন বেশি (১৬%)।

শিক্ষাগত স্তর অনুযায়ীও ভোটারের সমর্থনে পার্থক্য দেখা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের সমর্থন ১০% করে, আওয়ামী লীগ ৫% এবং এনসিপি ৪% পেয়ে থাকে। অপরদিকে, আনুষ্ঠানিক শিক্ষা না থাকা শ্রেণিতে বিএনপির সমর্থন ১৪%, জামায়াতের ৯%, আওয়ামী লীগের ৭% ও এনসিপির ২%।

জরিপে অংশ নেওয়া ৭০% মানুষ মনে করেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, তবে ১৫% আশঙ্কা ব্যক্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এই জরিপ দেশের বিভিন্ন অঞ্চলের ৫,৪৮৯ জন ভোটারের মধ্যে গত জুলাইয়ে পরিচালিত হয়।

এলাকার খবর

সম্পর্কিত