চাঁদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, প্রবাস ফেরত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
 ছবি:
ছবি:

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ থেকে ফেরত আসা এক যুবককে তার চাচার ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নিহত যুবকের বাবা ও ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওমান থেকে ফিরে এসেছিলেন বাবু (২৪)। বিদেশের টাকা লেনদেন নিয়ে তার চাচা হাসান গাজীর সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে শাওন ও রাকিব উত্তেজিত হয়ে বাবু, তার বাবা রওশন গাজী ও ভাই এমরান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রওশন গাজী জানান, ‘আমার ছেলে বাবুর কাছে প্রবাস থেকে পাওনা টাকা ছিল, যা হাসান গাজীর কাছে দাবি করছিল। এই টাকা নিয়ে মতবিরোধের কারণে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই বাবু মারা যায়।’

গুরুতর আহত এমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ওমানে প্রবাসী ছিলেন। ১৫ দিন আগে দেশে ফিরেছেন। হাসান কাকার কাছে টাকা দিয়েছিলেন, যার রশিদও আমার কাছে আছে। এরপরই তাদের এই ঘটনা ঘটলো।’

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ‘হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য দুইজন পলাতক। পরিবারের পক্ষ থেকে হত্যার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এলাকার খবর

সম্পর্কিত