আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক অভিযানে শুক্রবার ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের ‘জঙ্গি গোষ্ঠীর সদস্য’ দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেনাবাহিনী আরও দাবি করেছে, নিহত জঙ্গিরা ভারতের সমর্থিত, যদিও এই অভিযোগের কোনও প্রমাণ তারা এখনও উপস্থাপন করতে পারেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, অভিযানটি পাকিস্তানের বালুচিস্তানের জোয়েব জেলায় পরিচালিত হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অভিযানকে সফল বলে উল্লেখ করে সেনাবাহিনীকে প্রশংসা করেছেন।
এদিকে, পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ভারতের নয়া দিল্লি পাকিস্তানি তালেবান ও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সমর্থক। এছাড়া আফগান তালেবান সরকারও সীমান্তবর্তী ‘জঙ্গি কার্যক্রম’ বিষয়ে উদাসীন। তবে এই অভিযোগ ভারত ও আফগানিস্তান উভয়ই অস্বীকার করেছে।
প্রাদেশিক সরকার শুক্রবার জানায়, আগস্ট মাসের শেষ পর্যন্ত বেলুচিস্তানের ওই এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হবে।
বেলুচিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দীর্ঘদিন থেকে সক্রিয় রয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তানি তালেবানও এখানে তৎপর। পাকিস্তানি তালেবান যদিও আফগান তালেবান থেকে আলাদা, তবুও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সহিংসতার অনেক ঘটনার সঙ্গে পাকিস্তানি তালেবানের যোগসাজশের শঙ্কা করা হচ্ছে।