চড়া মূল্য দিতে হলেও আপস করব না,  যুক্তরাষ্ট্রকে মোদির হুঁশিয়ারি

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, চড়া মূল্য দিতে হলেও দেশের কৃষক ও উৎপাদকদের স্বার্থে তিনি কোনো আপস করবেন না।   

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, কৃষকদের স্বার্থই আমাদের প্রধান অগ্রাধিকার। ভারত কখনোই কৃষক, পশুপালক বা জেলেদের স্বার্থ জলাঞ্জলি দেবে না। এর ফলে আমাকে যদি ব্যক্তিগতভাবে বড় মূল্যও দিতে হয়, আমি প্রস্তুত আছি।

মোদি এই বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা আসার পরপরই, যেখানে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে, গত জুলাইয়েও ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে শুল্কের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে—যা মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্কগুলোর মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতকে ‘শাস্তি’ হিসেবে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ান তেল আমদানির কারণে ভারতের ওপর শুল্ক আরোপ অন্যায় ও অযৌক্তিক। ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার, এবং আমদানি সিদ্ধান্তগুলো সেই বাস্তবতা বিবেচনা করেই নেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

এলাকার খবর

সম্পর্কিত