ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশ

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমার-কে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় ‘সি’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।

২০২৬ সালে অস্ট্রেলিয়া-তে বসবে নারী এশিয়া কাপের মূল আসর, যেখানে বাংলাদেশের নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করবে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। মিয়ানমার ৩ পয়েন্টে, আর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ঝুলিতে একটি করে পয়েন্ট। বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে। এই ম্যাচে হারলেও, মিয়ানমার যদি বাহরাইনকে হারিয়ে ৬ পয়েন্টে পৌঁছায়, তাহলেও হেড টু হেড নিয়মে এগিয়ে থাকায় বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আজকের বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ। শেষ দিকে তুর্কমেনিস্তান এগিয়ে গেলেও, ইনজুরি সময়ে গোল করে ম্যাচ ড্র করে বাহরাইন। এর ফলে বাংলাদেশের সামনে সব সমীকরণ সহজ হয়ে যায়। এখন কেবল মিয়ানমার ৬ পয়েন্ট পেতে পারে, কিন্তু সরাসরি মোকাবেলায় পিছিয়ে থাকায় তাদের চেয়ে এগিয়ে থাকছে বাংলাদেশ।

৫ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ-তুর্কমেনিস্তান ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচের ফলাফলের ওপর আর বাংলাদেশ দলের এশিয়া কাপ যাত্রা নির্ভর করছে না।

আজকের ম্যাচে ঋতুপর্ণা দুটি গোল করে মিয়ানমারের বিপক্ষে জয় এনে দেন, যা বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন ইতিহাস রচনা করে। ১৯৮০ সালে পুরুষ দল প্রথমবারের মতো এশিয়া কাপ-এ অংশ নেয় কুয়েত-এ। ২০২৬ সালে সেই কীর্তির পুনরাবৃত্তি করতে যাচ্ছে বাংলাদেশের নারীরা।

এলাকার খবর

সম্পর্কিত